চরফ্যাশনে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: 

‎ভোলার চরফ্যাশনে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।

‎বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এ তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল চরফ্যাশনের শুকখালি খালে অভিযান পরিচালনা করে।

‎অভিযানে এফবি পাইওনিয়ার-০২ (মালিক: মো. সাইদ জুলফিকার মাহমুদ), এফবি মারজান-১ (মালিক মল্লিক মিজান হাওলাদার),এফবি মদিনা-১ (মালিক মো. ফারুক মাঝি), এফবি এনামুল হক-৩ (মালিক মো. শামসুল হক মাঝি), এফবি হাফসানা (মালিক মো. শামসুল হক মাঝি), এফবি বিসমিল্লাহ-১ (মালিক সালাউদ্দিন মোল্লা) নামের ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

‎পরে ট্রলিং বোটগুলোর সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং জব্দকৃত বোটগুলোর বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন ২০২০-এর ৭/২৮/৫৩ ধারায় দুলারহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‎এছাড়াও, ২নং আসামী মো. ফারুক মাঝি ও ৬নং আসামী মো. সাইদ জুলফিকার মাহমুদ পূর্বেও একই অপরাধে অভিযুক্ত ছিলেন বলে দুলারহাট থানার রেকর্ডে জানা গেছে। আইনে এই পুনরাবৃত্ত অপরাধের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রয়েছে।

‎অভিযানে অংশ নেন মেরিন ফিশারিজ অফিসার মো. তানভির আহম্মেদ, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেন, সদস্য নিলয় মণ্ডল, মো. তৌহিদ ও মো. আল-আমিন প্রমুখ।

‎মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

এই বিভাগের আরো খবর