মেট্রোরেলের বিয়ারিং স্প্রিং পড়ে পথচারীর মৃত্যু, রেল চলাচল বন্ধ

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং স্প্রিং খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খেজুরবাগান মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম আবুল কালাম (৩৫–৪০)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

তেজগাঁও থানার ওসি মো. মোবারক বলেন, “মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।”

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত ব্যক্তি ব্যাগ হাতে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী বিয়ারিং স্প্রিংটি পড়ে তার মাথায় আঘাত করে। এতে কাছের একটি চপ-শিঙাড়ার দোকানের কাঁচও ভেঙে যায়, আহত হন আরও দুইজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিটকে পড়া অংশটির ওজন ছিল প্রায় ৪০–৫০ কেজি।

 

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির এক কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে, পরিস্থিতি নিরাপদ হলে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।”

 

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। তখন ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। দ্বিতীয়বারের মতো এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, উড়ালপথের পিলারের সঙ্গে সংযুক্ত রাবারের এই বিয়ারিং প্যাডগুলো ট্রেনের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটির ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এগুলো ত্রুটিপূর্ণ বা ঢিলে হলে পুরো কাঠামো স্থানচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

 

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নকশায় ত্রুটি ছিল। আগের ঘটনাতেও বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু জাপানি ঠিকাদার তা সংশোধন করেননি।”

এই বিভাগের আরো খবর