খেলা ডেস্ক:
দীর্ঘ বিরতির পর অবশেষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝড়ো সূচনায় প্রথম ২৫ ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ১৭৬ রান — যা দেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
তবে শক্তিশালী শুরু সত্ত্বেও পরের অংশে সেই গতি ধরে রাখতে পারেননি পরবর্তী ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
সৌম্য সরকার ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হন, আর সাইফ হাসান খেলেন ৮০ রানের দারুণ ইনিংস। পরে শান্ত (৪৪) ও হৃদয় (২৮) ইনিংস বড় করতে ব্যর্থ হলেও শেষ দিকে সোহান (৮ বলে ১৬*) ও মিরাজ (১৭ বলে ১৭) দ্রুত রান যোগ করে দলের স্কোর প্রায় তিনশ’র ঘরে পৌঁছে দেন।
২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের ধারালো আক্রমণে মাত্র ১১৭ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে আকিল হোসেনের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন শিকার করেন তিনটি করে উইকেট, মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট।
এই জয়ে ১৭৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ ও সিরিজ জিতে নেয় বাংলাদেশ। প্রায় ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে টাইগার শিবির।