এক দশক পর মিরপুরে ওয়ানডেতে শতরানের ওপেনিং জুটি

খেলা ধুলা ডেস্ক:

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে এক দশক পর দেখা মিললো শতরানের উদ্বোধনী জুটির। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

 

ব্যাট হাতে শুরুটা দারুণ করেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে থাকেন তারা। অবশেষে শতরানের মাইলফলক স্পর্শ করেন এই জুটি— যা মিরপুরে ওয়ানডে ক্রিকেটে এসেছে দীর্ঘ দশ বছর পর।

 

এর আগে ২০১৫ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে একই ভেন্যুতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস গড়েছিলেন ১৪৭ রানের জুটি, যা ছিল মিরপুরে সর্বশেষ বড় ওপেনিং পার্টনারশিপ।

 

সাইফ হাসান ৪৪ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি তুলে নেন, আর সৌম্য সরকার ৪৮ বলে করেন নিজের ১৪তম অর্ধশতক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৬ রান।

 

২০২৩ সালের মার্চের পর এটিই প্রথমবারের মতো বাংলাদেশের ওপেনিং জুটি থেকে শতরান। এর আগে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাস গড়েছিলেন ১০২ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ।

 

এই বিভাগের আরো খবর