এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত

সময়ের চিত্র ডেস্ক:

টানা আন্দোলনের পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা দুই ধাপে কার্যকর হবে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

 

সভা সূত্র জানায়, প্রথম ধাপে আগামী ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ কার্যকর হবে। বাকি ৭ দশমিক ৫ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।

 

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এ প্রস্তাবে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে।

 

এর আগে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।

 

উল্লেখ্য, বেসরকারি শিক্ষকদের সংগঠন “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট” বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছে। পরবর্তীতে ১৭ অক্টোবর তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করে।

এই বিভাগের আরো খবর