সময়ের চিত্র ডেস্ক:
বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষাভবন অভিমুখে যাত্রা করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘ভুখা মিছিল’ রাজধানীর মাজার রোড এলাকায় আটকে দিয়েছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে মাজার রোডের সামনে মিছিলটি থামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শিক্ষক-কর্মচারীরা ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান দেখা যায়।
এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। মিছিলে অংশ নিয়ে তারা নানা স্লোগান দেন— “যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে”, “২০% বাড়িভাড়া দিতে হবে”, “ভাতা আমাদের অধিকার”, “বৈষম্যের অবসান চাই” ইত্যাদি।
এর আগে সকালে অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত জানায়। তবে শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
চলমান আন্দোলনের অষ্টম দিনের কর্মসূচি হিসেবে শিক্ষকরা এদিন ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করেন।