মেহেরপুরের ট্রেনের ধাক্কায় নিহত -১

মেহেরপুর প্রতিনিধি: 

মেহেরপুরের গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা গ্রামের মোমিনুল ইসলাম নামের এক ব্যাক্তি কুস্টিয়ায় লালান শাহের অনুষ্ঠানে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে কুস্টিয়ায় লালান শাহের মাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল ইসলাম রাধা গোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলির ছেলে। মোমিনুল ইসলামের স্ত্রী রুপা খাতুন জানান,গতকাল শুক্রবার বিকালে গ্রামের বেশ কয়কজন সঙ্গি নিয়ে লালানের তিরধাম অনুষ্ঠানে যায় মেমিনুল। অনেক ঘুরাঘুরি করে তারা ক্লান্ত হয়ে পড়লে ট্রেন লাইনের পাশে অবস্থান করে। এসময় একটি ট্রেন চলে আসলে মোমিনুল ও তার বন্ধূরা দ্রত সরে আসতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পান মোমিনুল। ঘটনা স্থলেই মৃত্যু হয় মোমিনুর। কুস্টিয়া থানা পুলিশ মোমিনুলের মরদেহ উদ্ধার করে কুস্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। সেখান থেকে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

মোমিনুলের পরিবার এঘটনা জানার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।

 

মোমিনুলর মা মেমিনা খাতুন জানান, আমার ছেলে মোমিনুল কয়েক জন বন্ধু নিয়ে লালনের মাজারে অনুষ্ঠানে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শুক্রবার বিকেল তিনটার দিকে। মধ্যরাতে মোবাইলে জানায় ছেলে ট্রেনের ধাক্কায় মারা গেছে।

মোমিনুল এক সন্তানের জনক। তার খালা নুরনিহার জানান, খুবই দারিদ্রতার মধ্যদিয়ে সংসার চালাতো। তার একটি শিশু সন্তান রয়েছে। মোমিনুলের মরদেহ বাড়িতে পৌছানোর সাথে সাথে লাশ দেখতে জড়ো হয় শতশত মানুষ।

এই বিভাগের আরো খবর