চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলেদের হামলায় ৬জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার স্লুইসগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জেলেদের হামলায় অভিযানকারী টিমের বোট স্টাফ মো.সুমন (২১) রাসেল (২৫) বাচ্চু (৩৩) সহ আহত ৬জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িত মো.আলমগীর নামের এক জেলেকে দুলারহাট থানার পুলিশ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মৎস্য অভিযান চলাকালে হামলার ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল ইসলাম হামলায় অভিযুক্তকে এক মাসের কারদণ্ড দিয়েছেন। এছাড়াও কোস্ট গার্ড ও পুলিশের সহায়তায় গত কয়েকদিনে ১৬ জেলেকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহমেদ