ভোলায় তিন দিন ব্যাপী জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ

ভোলা প্রতিনিধি।। ভোলায় তিন দিন ব্যাপী জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে চরফ্যাশন উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

এর আগে গত মঙ্গলাবার থেকে উপজেলার একটি আবাসিক হোটেলে “সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষণটির আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সমোষ্টি।

 

ভোলা, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার ২০ জন সাংবাদিক এতে অংশ গ্রহন করেন।

 

প্রশিক্ষণে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ (ইসিসিডি), শিশুর সুরক্ষা ও নিরাপত্তা, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ, নৈতিক ও ট্রমা-সেনসিটিভ সাংবাদিকতা, ব্রিজিং লিডারশিপ এবং সাংবাদিকদের মানসিক সুস্থতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

১৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাঠ পর্যবেক্ষণ, প্রতিবেদন প্রণয়ন ও মতবিনিময়ের মাধ্যমে শিশুবান্ধব সাংবাদিকতা বিষয়ে বাস্তব ধারণা অর্জন করেন।

 

সমাপনী অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আইসিবিসি প্রকল্পের পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দ্য মন্ডল, সমষ্টির কর্মসূচি সমন্বয়কারী মো. জাহিদুল হক খান।

স্বাগত বক্তব্য দেন সিনারগোজ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিজওয়ানুল হক খান।

 

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন নজরুল হক অনু, নেয়ামত উল্যাহ ও সাইফুল ইসলাম স্বপন।

প্রশিক্ষনটি পরিচালনা করছেন সমষ্টির নির্বাহী পরিচালক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান, সিনারগোজের রিজোয়ানুল হক খান ও সাজিয়া, সিআইপিআরবির ফিজিওথেরাপিস্ট জোবায়ের আলম

এই বিভাগের আরো খবর