সময়ের চিত্র ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের নীতিনির্ধারণে দেশে এখন অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ বিরাজ করছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের নাগরিকদের ভিসা দিতে অনীহা প্রকাশ করছে, একইভাবে বিদেশিদেরও বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। তিনি ব্যঙ্গ করে বলেন, “অশান্তির জন্য কোনো নোবেল পুরস্কার থাকলে বাংলাদেশই হয়তো সেই পুরস্কারের উপযুক্ত দাবিদার হতো।”
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের অবস্থান তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
জিএম কাদের বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, “বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তাই সরকার পরিবর্তন এখন সময়ের দাবি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন করে আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করাই দেশের জন্য মঙ্গল।”
সম্প্রতি ১১ অক্টোবর জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে দলের কর্মী সমাবেশে পুলিশের বাধা প্রসঙ্গে জিএম কাদের বলেন, শান্তিপূর্ণ সমাবেশে কোনো উসকানি ছাড়াই পুলিশ জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে সমাবেশ ভেঙে দেয়। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে দিকবিদিক ছুটে পালাতে বাধ্য হন। তিনি বলেন, “এ ঘটনাই প্রমাণ করে বর্তমান অন্তবর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে।”
তিনি আরও বলেন, সরকারের এই মনোভাব রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে না। “আমরা মনে করি, এই সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায় না। নিবন্ধিত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া তারই স্পষ্ট প্রমাণ,” যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী ও দফতর সম্পাদক মাহমুদ আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।