নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার দুপুরের পরপরই তারা মিছিলসহ শাহবাগে পৌঁছে প্রধান মোড়টি দখল করেন। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের উদ্দেশে রওনা হন। পথে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। কিছুক্ষণ পর শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
অবরোধ চলাকালে শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন—
“বেতন নিয়ে টালবাহানা চলবে না”,
“আমি কে, তুমি কে—শিক্ষক শিক্ষক”,
“প্রজ্ঞাপন দিতে হবে এখনই।”
তাদের তিন দফা দাবি হলো—
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান,
চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীতকরণ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি।
শিক্ষকরা জানান, সকালে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা কিছু সময় অপেক্ষা করেছিলেন, তবে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় অবশেষে শাহবাগ অবরোধের সিদ্ধান্ত নেন।