সময়ের চিত্র ডেস্ক:
বেতনের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্ট মোড় এলাকায় অবস্থান শেষে মিছিল সহকারে তারা শহীদ মিনারে ফিরে গিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন।
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকার চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো আশ্বাস মেলেনি। তাই আমরা আজ শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করবো।”
কর্মসূচি ঘোষণার পর শিক্ষকরা “২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে”, “প্রজ্ঞাপন জারি করতে হবে”, “হামলায় আন্দোলন থামানো যাবে না”, “শাহবাগে ব্লকেড হবে” — এসব শ্লোগানে মুখর হয়ে শহীদ মিনারের দিকে মিছিল করে ফিরে যান।
অধ্যক্ষ আজিজী আরও বলেন, “আজ আমরা সচিবালয়ের পথে ছিলাম, কাল শাহবাগ অবরোধ করবো। সরকারের যদি আমাদের দাবি না মেনে নেয়, তাহলে পরবর্তী ধাপে আরও কঠোর কর্মসূচি, এমনকি আমরণ অনশনেও যেতে পারি।”
তিনি যোগ করেন, “আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”