দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব হবে : শাহ আজিজ

স্টাফ রিপোর্টার: দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব হবে বলেন ইউএনও শাহ আজিজ।

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।

সোমবার(১৩) অক্টোবর ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরে লালমোহন ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন। আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার কৌশলসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতির অনুশীলন তুলে ধরেন তারা। এরপর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বাড়ছে। দুর্যোগ এলেই মানুষের ভোগান্তির সীমা থাকে না। তাই দুর্যোগের পূবেই দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে। দুর্যোগের পূর্বপ্রস্তুতি যত বেশি হবে, ক্ষয়ক্ষতি তত কমানো সম্ভব। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পলাশ সমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,কামাল উদ্দিন,মোঃ হাসান সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর