রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে পরাজয় বাংলাদেশের

সময়ের চিত্র ডেস্ক:

দারুণ সূচনায় ম্যাচ শুরু করেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হংকংয়ের কাছে হারতে হয় লাল-সবুজদের।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১৩ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। এটি জাতীয় দলের জার্সিতে তার দ্বিতীয় গোল।

 

তবে প্রথমার্ধের যোগ করা সময়েই সমতায় ফেরে হংকং, ফলে বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ১-১। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫০ ও ৭৪ মিনিটে গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

 

তবুও হাল ছাড়েনি হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ৮৪ মিনিটে শেখ মোরসালিনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর অতিরিক্ত সময়ের (৯৮ মিনিটে) কর্নার থেকে হেডে গোল করে বাংলাদেশকে ৩-৩ সমতায় ফেরান সামিত সোম।

 

কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয়নি। ইনজুরি টাইমের শেষ প্রান্তে গোল হজম করে কষ্টের হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

 

শেষ পর্যন্ত লড়াইয়ের পরও ৪-৩ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। তবে শেষ পর্যন্তও তাদের লড়াকু মনোভাব প্রশংসা কুড়িয়েছে সমর্থকদের।

এই বিভাগের আরো খবর