সময়ের চিত্র ডেস্ক:
ঢাকার মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে ঘটে গেছে সিনেমার মতো চুরির ঘটনা। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে দুইজন ব্যক্তি বোরকা পরে শপিং মলে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা দক্ষতার সঙ্গে দোকানের শাটারের তালা কেটে ভিতরে ঢুকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
দোকান মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার প্রদর্শনীর জন্য রাখা ছিল, এছাড়া আরও ১০০ ভরি বন্ধকী স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল। সবকিছুই চোরেরা নিয়ে গেছে বলে দাবি তার।
তিনি বলেন,
> “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরি। সকালে দারোয়ানের ফোন পেয়ে এসে দেখি দোকানের ভেতর একটাও জিনিস নেই।”
তদন্তে পুলিশ ও সিআইডি
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান,
> “দোকান মালিকের অভিযোগ অনুযায়ী প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।”
রাজধানীতে জুয়েলারি চুরি বেড়েছে
এর মাত্র কয়েকদিন আগেই, গত রোববার যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটে। ঐ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।