সময়ের চিত্র ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষ তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইসরায়েল ও হামাস আমাদের শান্তি উদ্যোগের প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এর ফলে অচিরেই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েলি সেনারা নির্ধারিত অবস্থানে ফিরে যাবে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে “ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক দিন” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন।
অন্যদিকে, হামাসও জানিয়েছে— তারা যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির প্রাথমিক পর্যায়ে সম্মত হয়েছে।
গাজায় উৎসবমুখর পরিবেশ:
চুক্তির খবর ছড়িয়ে পড়তেই গাজায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাজধানী দেইর আল বালাহর আল-আকসা হাসপাতালের সামনে নারী-পুরুষের সমাবেশে সঙ্গীত, নাচ ও আনন্দ উদযাপন চলছে। কেউ কেউ শিস বাজিয়ে ও ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে আনন্দ প্রকাশ করেছেন।
সাংবাদিক সাঈদ মোহাম্মদ ইনস্টাগ্রামে রাতে গাজাবাসীর এই উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। অপর এক সাংবাদিক মোহাম্মদ আল-হাদ্দাদের ফুটেজে দেখা গেছে, তরুণরা রাস্তায় নেচে উল্লাস করছেন।
ইসরায়েলেও অনেক নাগরিককে যুদ্ধবিরতির খবরে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া:
গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, “এই চুক্তি যেন সকল পক্ষ আন্তরিকভাবে মেনে চলে— সেটিই এখন সবচেয়ে জরুরি। দীর্ঘ এই দুর্ভোগের অবসান ঘটানো প্রয়োজন।”
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, “এটি এক গভীর স্বস্তির মুহূর্ত। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সফল হওয়াকে আমরা স্বাগত জানাই।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে জানান, “দীর্ঘ দুই বছরের সংঘাত, জিম্মি ও বেসামরিক প্রাণহানির পর এই চুক্তি শান্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সবাইকে শর্ত মেনে চলার আহ্বান জানাই।”
তিনি পাশাপাশি মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থ ভূমিকার প্রশংসা করেন এবং ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগকে ধন্যবাদ জানান।