শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার

সময়ের চিত্র ডেস্ক:

বিদেশে বাংলাদেশের শ্রমবাজার বিস্তারে বাধা হয়ে দাঁড়ানো ভিসা-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে।

 

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে আরও মসৃণ ও টেকসই করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

 

সভা-পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “কিছু দেশে আমাদের ভিসা প্রক্রিয়ায় পুরনো জটিলতা রয়ে গেছে। প্রধান উপদেষ্টা চান, এসব সমস্যা দ্রুত সমাধান করা হোক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিক।”

 

তিনি জানান, পূর্ব ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশি শ্রমবাজারের নতুন সুযোগ তৈরি হচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা কসোভো ও আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন। তবে এসব দেশে বাংলাদেশি দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিচ্ছে। অনেক আবেদনকারীকে এখনো নয়াদিল্লি হয়ে আবেদন করতে হচ্ছে।

 

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা চান এসব জটিলতা দ্রুত দূর করতে, যাতে বাংলাদেশিরা সহজেই নতুন শ্রমবাজারে প্রবেশ করতে পারেন।”

 

বৈঠকে ব্যবসায়িক খাতের নেতৃবৃন্দও অংশ নেন। তারা গ্যাস সরবরাহ, আমদানি নীতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, আইসিটি ও মানবসম্পদ উন্নয়নসহ নানা বিষয়ে মতামত দেন। বিশেষ করে গ্যাস সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিল্প উৎপাদন বাড়াতে রিগ্যাসিফিকেশন ইউনিট সম্প্রসারণ এবং নতুন ল্যান্ড-বেস টার্মিনাল স্থাপন করার প্রস্তাব উঠে আসে।

এই বিভাগের আরো খবর