আলামিন আলি, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।
একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।
মানববন্ধনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর পক্ষে শিবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ব্যবসায়ী জাহিরুল কাইউম বাবর বক্তব্য রাখেন।
এতে তিন শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।