পল্লী বিদ্যুৎ এর এমন মানবিক যোদ্ধা যেন ঘরে ঘরে গড়ে উঠুক দাবি সাধারন মানুষের 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে মানব সেবাই নিয়োজিত পল্লী বিদ্যুৎ তের কিছু অফিসার এজিএম ফয়সাল হোসেন যার কথা বললে হয়ত কম হবে। তিনি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসে কর্মরত আছেন। যার অকান্ত পরিশ্রমে করে রাত দিন কাজের ডিউটি টাইম না ভেবে প্রায় ২ লহ্ম ধিক মানুষ কে বিদ্যুৎ লাইন সচল রাখছেন।

 

ঝড় বৃষ্টি মাঝে মধ্যে অনেক জায়গায় তার ছিড়ে পড়ে থাকে। পোল ভেঙে পড়ে তা তিনি লাইনম্যান ও জুনিয়র ইন্জিনিয়ার নিয়ে রাত দিন না ভেবে কিভাবে জরুরি ভাবে লাইন চালু করা যায় সেই ব্যাবস্থা করেন। সেই সাথে জুনিয়র ইন্জিনিয়ার ফারুক সাহেব ফিল্ডে তিনি লাইনম্যানদের সাথে সকল কাজ করে। ফারুক সাহেব নিজেকে বড় না ভেবে লাইনম্যান সাথে তার জোড়া দেওয়া লাইন ফল্ট হলে বাঁশ কাটা সব করে থাকেন। এসব মানবকর্মীদের জন্য সাধারণ খেটে খাওয়া কৃষক, ভ্যান চালক, মুচি, কামার,শিক্ষক, তারা সারাদিন ক্লান্তি নিয়ে রাতে ফ্যানের বাতাসে আরামে ঘুমতে পারেন।

 

প্রাকৃতিক দুযোগ সময়ে লাইন অনেক সময় ২/৩ দিন বন্ধু থাকে। তাদের প্রচেষ্টাই ঘুম কামায় করে একটানা ৪৮ ঘন্টা বা তার বেশি ডিউটি করে থাকেন। যাতে তার সাধারণ মানুষ বাড়িতে আলোকিত করতে পারেন। বর্তমানে ৯৫% মানুষ বিদ্যুৎ সাথে তাদের কর্মজীবন জড়িয়ে আছে । বিদ্যুৎ দিয়ে মিল কারখানা, ভ্যান চার্জ, দোকান, কৃষি জমিতে সেচ দেওয়া এমন অনেক কিছু যা বিদ্যুৎ ওপর নির্ভরশীল যা দিয়ে অনেকে সংসার চলে এবং দু মোটো ডাল ভাত খেয়ে থাকেন। কিন্তু এসব বিদ্যুৎ সচল রাখতে পল্লী বিদ্যুৎ এসব কর্মীদের গুরুত্ব অপরিসীম।

 

ফয়সাল ও ফারুকের মতো এমন অফিসার জন্য আজ কৃষি প্রধান বাংলাদেশ এ বিদ্যুৎ দিয়ে সেচ পাম্প এর মাধ্যমে জমিতে সেচ দিয়ে সবুজ ফসল ফলাতে পারছেন। এরা হলো দেশের জন্য আসল যোদ্ধা যাদের মানুষ কখনো ভুলতে পারবে না। উপজেলা একটি হসপিটাল আছে যেখানে সার্বখানিক বিদ্যুৎ চালু রাখার জন্য চেষ্টা করে থাকেন। এবং দ্রুত অভিযোগ নিরোশন করে থাকেন।

 

এবং কোন গ্রাহক যে কোন অভিযোগ সাথে সাথে নিরোশন করেন। প্রয়োজনে তিনি নিজে স্পটে গিয়ে গ্রাহক অভিযোগ সমাধান করে থাকেন। এসব মানুষের জন্য আমরা ঘর অফিস আলোকিত করে রাখতে পারি। শিশুদের লেখাপড়ায় বিদ্যুৎ জন্য মনোযোগ দিতে পারে। জনগনের চাওয়া এমন লোক গাংনী তে যেন তাদের রাখেন। তাদের মত ছেলে প্রতিটা ঘরে ঘরে তৈরী হয়ে উঠুক। এমন একজন বিদ্যুৎ যোদ্ধা মত।

এই বিভাগের আরো খবর