সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

সময়ের চিত্র ডেস্ক:

দেশের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া ও নওগাঁ জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

 

কুমিল্লা:

হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বিকেলে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন— নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫), এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।

 

নারায়ণগঞ্জ:

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রাঘাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে।

 

ঝিনাইদহ :

সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) এবং শৈলকূপা উপজেলার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারান।

 

গাইবান্ধা:

সাঘাটা উপজেলার দীঘলকান্দী গ্রামের কৃষক আব্দুল আজিজ (৪৫) বজ্রাঘাতে মারা যান। তিনি মকবুল হোসেনের ছেলে।

 

কুড়িগ্রাম:

নাগেশ্বরী উপজেলার পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন মাদরাসাছাত্র বাবলু মিয়া (৭), অন্যজন সহিব। বাবলু নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার নূর হোসেনের ছেলে ও স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সহিব বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।

 

বগুড়া:

গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমাছেও গ্রামে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে মারা গেছেন শেফালি বেগম (৪০)। তিনি ওই এলাকার দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

 

নওগাঁ:

রাণীনগর উপজেলার কৃষ্ণপুর মাঠ এলাকায় গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে তাহের আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের মৃত আশরাফ হাজী মণ্ডলের ছেলে।

 

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মাঠে কাজ করা ও খোলা জায়গায় অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

এই বিভাগের আরো খবর