সময়ের চিত্র ডেস্ক:
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব নয়।
শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মহিলা পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যানের উপদেষ্টা ও মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, রেজাউল ইসলাম ভূঁঞা, আলমগীর সিকদার লোটন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, মো. মমতাজ উদ্দিন, নুরুন নাহার বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জিএম কাদের বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সুষ্ঠু ভোট আয়োজন কেবল নিরপেক্ষ সরকারের অধীনেই সম্ভব। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় এটাই একমাত্র পথ।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছেন। এখনো সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচনে সরকারি দলের বিপরীতে আধা সরকারি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যা জনগণ মেনে নেবে না।”
জাতীয় পার্টি সবসময় সরকারের অন্যায়ের বিরুদ্ধে ছিল উল্লেখ করে জিএম কাদের বলেন, “আমরা কারও দোসর নই। যারা সরকারপন্থী ভূমিকায় ছিল, তারা ইতোমধ্যে দল ছেড়ে চলে গেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা লাকী বেগম, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব শামীম আহমেদ রিজভী, দ্বীন ইসলাম শেখ, মীর শামসুল আলম লিপটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও দফতর সম্পাদক মাহমুদ আলমসহ নেতৃবৃন্দ।