জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি ধাক্কায় লিখন হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১ টায় গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। মেহেরপুরে এ ঘটনায় আটোবাইক চালক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠু জানান,লিখন হোসেন গাংনী থেকে সাহারবাটি যাচ্ছিলেন। সাহারবাটি থেকে গাংনী গামী একটি আটোবাইক চৌগাছাতে পৌছালে মুখোমুখি ধাক্কা লাগে। এতে লিখন হোসেন গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা দ্রত তাকে গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়াতে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় পাবনা জেলার রুপপুর এলাকায় পৌছানোর পর তার মৃত্যু হয়।
ষোলটাকা ইউনিয়ন পরিরষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন,লিখন হোসেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি
এই বিভাগের আরো খবর