দেশ

ভোলায় আওয়ামী লীগের উদ্যোগে ৭ মার্চের আলোচনা সভা

মোকাম্মেল হক মিলন, ভোলা থেকে।। বাংলাদেশ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, এডভোকেট জুলফিকার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এই আহবান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলো। ইউনেস্কো বিশ্ব দরবারে ঐতিহ্যবাহী ভাষণের মর্যাদা দিয়েছে, আমরা জাতি হিসেবে গর্বিত। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে সমবেত থাকার জন্য আহ্বান জানান এবং ভাষণের তাৎপর্য তুলে ধরেন। এই আলোচনা সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button