চলচ্চিত্রে নতুন মুখ জান্নাত নোভা: ‘এশা মার্ডার’ দিয়ে বড় পর্দায় যাত্রা

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশের বিনোদন জগতে প্রতিনিয়তই আসছেন নতুন মুখ। এই ধারাবাহিকতায় নজর কেড়েছেন তরুণ অভিনেত্রী জান্নাত নোভা। শুরুটা হয়েছিল একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে—বিকাশের একটি টিভিসিতে দেখা মেলে তার প্রথম অভিনয়। সেখান থেকেই ধীরে ধীরে পথচলা ছোটপর্দা থেকে ওটিটি, আর এখন বড় পর্দায়।

এরইমধ্যে জান্নাত নোভা অভিনয় করেছেন একাধিক একক ও ধারাবাহিক নাটকে। একক নাটক ‘তোমাকে পেয়ে গেলে’, টিভি নাটক ‘পুত্রবধূ’ ও ‘ফাঁদ’, এবং ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’-এ অভিনয় করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। প্রতিটি কাজেই দর্শকদের কাছ থেকে পেয়েছেন প্রশংসা, যা তাকে অনুপ্রাণিত করেছে আরও ভালো কাজের জন্য।

 

তবে জান্নাত নোভার ক্যারিয়ারে সবচেয়ে বড় মাইলফলক এসেছে চলচ্চিত্রের মাধ্যমে। সানী সানোয়ার পরিচালিত আলোচিত ছবি ‘এশা মার্ডার’-এ তিনি অভিনয় করেছেন ‘রাইসা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, যিনি ‘লিনা’ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিশা সওদাগর, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পী।

সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন এবং  জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। সিনেমাটি ঈদ-উল-আযহা উপলক্ষে মুক্তি পেয়েছে।

জান্নাত নোভা এই নতুন যাত্রা নিয়ে বলেন, “প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করতে পারা আমার জন্য এক বিশাল অভিজ্ঞতা। ‘রাইসা’ চরিত্রটি চটপটে, আত্মবিশ্বাসী এবং প্রতিবাদী এক তরুণীর প্রতিচ্ছবি। চরিত্রটি আমার নিজের সত্তার অনেকটা কাছাকাছি। বিশেষ করে যেসব শিল্পীদের সাথে কাজ করেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমাদের শৈশবের প্রিয় ফারুক আহমেদ স্যার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঁধন ম্যামের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী জান্নাত। বর্তমানে তিনি কয়েকটি নাটক এবং ওটিটি সিরিজে অভিনয়ের বিষয়ে কথা বলছেন বিভিন্ন নির্মাতার সঙ্গে। তার ভাষায়, “আমি কাজকে ভালোবাসি। ডেডিকেশন ও সততা দিয়ে প্রতিটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই। আমার স্বপ্ন, একজন পূর্ণাঙ্গ অভিনয়শিল্পী হয়ে ওঠা।”

অভিনয়ের পাশাপাশি নিজেকে গঠনমূলক ও পরিশীলিত শিল্পী হিসেবে তৈরি করতে চান জান্নাত নোভা। অভিনয়কে তিনি দেখেন আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে, যার মাধ্যমে মানুষের ভেতরের কথা, আবেগ ও প্রতিবাদ প্রকাশ করা যায়।

বাংলাদেশের চলচ্চিত্রে তার এই আগমন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে—যারা ধাপে ধাপে উঠে এসে বড় পর্দায় নিজেদের স্বপ্ন ছুঁতে চান।

এই বিভাগের আরো খবর