চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চরফ্যাশন প্রতিনিধি:

২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশনএন্টারপ্রেনরশিপ অ্যান্ড্র রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক,  কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক সভায় প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কার্যালয় আয়োজিত সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরো খবর