চরফ্যাশনে স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করল যুবদল

চরফ্যাশন প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে ঘূর্ণিঝড় ‘শক্তি”র প্রভাবে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করে দিয়েছেন চরফ্যাশন উপজেলার যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৩০মে) সকালে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর পাশে হাজারী গন্জ ইউনিয়নের খেজুর গাছিয়া বেড়ি বাধ দিয়ে পানি ঢোকায় খবরে জলোচ্ছাসের আতঙ্ক দেখা দেয় উপকূলবাসীর মধ্যে। খবর পেয়ে চরফ্যাশনের সাবেক সংসদ আলহাজ্জ নাজিমউদ্দিন আলমের নিদেশে রাতেই সেখানে ছুটে যান চররফ্যাশন উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুররহমান দিপু ফরাজী । সেই সময় রাত বেশী হওয়ায় আর বাধ মেরামতের কাজে হাত দেয়নি । পরে কাক ডাকা ভোরে গ্রামের লোক জনকে সাথে নিয়ে এওয়াজপুর , হাজারি গরন্জে এলাকা দুই শতাধিক যুবদল নেতাকর্মীদের সাথে নিয়ে বেডবিাঁধ নির্মাণ কাজ শুরু করে চররফ্যাশন উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুররহমান দিপু ফরাজী। তার সাথে ছিলেন যুবদলের সাবেক সাংগঠনিক হাজী গিয়াস উদ্দিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধটি দৃশ্যমান হয়ে ওঠে। স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করে দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীরা বলেন, হাজারী গন্জ ইউনিয়নের খেজুর গাছিয়া গ্রাম সংলগ্ন বাঁধটি ১৫ থেকে ১৬ বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল। যে কোন সময় জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ফসলি জমি ও জলোচ্ছাসের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারতো। সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেও মেলেনি কোন প্রতিকার। শুধু গত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি ও চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের (ডিভিশন-২)নির্বাহী প্রকৌশলী ঘুরে দেখে গেছেন । শুক্রবার আলহাজ্জ নাজিমউদ্দিন আলমের নিদেশে দিপু ফরাজীর ও তার নেতাকর্মীরা এই বেড়িবাঁধ নির্মাণ করে দেয়ায় আমরা একটু শান্তিতে থাকতে পারব।

চরফ্যাশন সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক হাজী গিয়াস উদ্দিন বলেন, আমাদের প্রায দুই শতাধিক নেতাকর্মী দিপুফরাজীর নেতৃত্বে এই বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি এই বাঁধ নির্মাণের ফলে হাজারী গন্জ ইউনিয়নের খেজুর গাছিয়া গ্রামের মানুষের ভোগান্তি কিছুটা হলেও, লাঘব হবে। স্থানীয় বাসিন্দারাও আমাদের সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান এই নেতা।

এই বিভাগের আরো খবর