ভোলায় ইএসডিওর আয়োজন আ্যডভোকেসি সভা

 

ভোলা প্রতিনিধি:

স্কুল বহির্ভূত কিশোরী ও তরুণীদের বাজারমুখী পেশাগত দক্ষতা, হস্তান্তরযোগ্য দক্ষতা এবং চাকরির নিয়োগের মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) এর আয়োজনে রবিবার (২৫ ই মে) দুপুরে ভোলা প্রশাসকের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইএসডিও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিন্নাত আরা বিশ্বাস এর পরিচালনায় আ্যডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। এসময় তিনি বলেন, দেশে এখন দরকার টেকসই উন্নয়ন এবং দক্ষ জনশক্তি। ইএসডিও ঠিক দক্ষ জনশক্তি তৈরি করার কাজটা করছে। যেসমস্ত মেয়েরা স্কুল শিক্ষা থেকে ঝড়ে পড়া তাদেরকে কে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা নিশ্চিত করে ইএসডিও অতন্ত্য মহৎ এবং প্রশংসনীয় কাজ করেছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইএসডিও কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

যে কাজ সরকার বাস্তবায়ন করতে চায়,ঠিক সেই কাজটি ইএসডিও করে আমাদের অংশীদারত্বের কাজ করেছে। তিনি ইএসডিওর কার্যক্রমে খুশি হয়ে সকল উন্নয়ন মূলক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আস্বস্ত করেছেন।

ইএসডিও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস বলেন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগীতায়, Alternative Learning Programme (ALP) প্রকল্পটি ভোলা জেলাসহ ৪টি জেলায় চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১৫-২৪ বছর বয়সী প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝড়ে পড়া এবং বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের বিষয়ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, অনানুষ্ঠানিক শিক্ষানবিশ প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।

ভোলা জেলায় মোট প্রশিক্ষণার্থী -১৩৫০ জন এরমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে- ১৩৫০ জন এবং চাকরি ও ব্যবসায়ী নিযুক্ত আছে- ৯৩৬ জন।

ইএসডিও বর্তমানে বাংলাদেশের অন্যতম গতিশীল উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। এটি দেশের ৫৩টি জেলার ৪০৮টি উপজেলায় কাজ করছে এবং এর উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে ১.৫ কোটির বেশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।

জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মো.ইকবাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রোকন উদ্দিন, বিসিক সহকারী পরিচালক মো. সোহাগ, সেফগার্ডিং এন্ড PSEAH ম্যানেজার আইরিন আক্তার, সহকারী প্রোগ্রাম ম্যানেজার, মো. মানিক মিয়া,( বরিশাল) সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মো. বিপুল তালুকদার, সহকারী মনিটরিং অফিসার মো. রনি হোসেন, জব প্লেসমেন্ট অফিসার ভাস্কর রায়সহ মার্কেট কমিটির সভাপতি, প্রশিক্ষণার্থীদের অভিভাবক,ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর