খুলনায় এ্যাজাক্স জুট মিল শ্রমিকদের অনশন কর্মসূচি প্রত্যাহার

মেহেদী হাসান, খুলনা :

বহুদিনের বঞ্চনা ও দাবির মুখে অবশেষে আশ্বাস পেলেন খুলনার বেসরকারি এ্যাজাক্স জুট মিলের শ্রমিকরা। পিএফ, গ্র্যাচুইটি ও সকল বকেয়া পাওনার দাবিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেন মিলটির শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রতীকী অনশন কর্মসূচিতে একপর্যায়ে উপস্থিত হন খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তার মধ্যস্থতায় মিল মালিক এম এ মান্নান তালুকদার উপস্থিত হয়ে জানান, ২০২৫ সালের মধ্যে শ্রমিকদের সকল পাওনা শ্রম আইন অনুযায়ী এককালীন পরিশোধ করা হবে।

এ সময় মালিকপক্ষ ঈদের আগেই এককালীন কিছু অর্থ পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন। মালিক নিজ হাতে শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।

অনশন কর্মসূচির আয়োজন করে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন। সংগঠনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে এ্যাজাক্স জুট মিলের শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন-ভাতা, পিএফ ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। বারবার আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি দাবি।

শ্রমিকদের দাবি, আমরা মানবেতর জীবন যাপন করছি। পাওনা না পেলে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া কঠিন হয়ে পড়বে।

জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই প্রতিশ্রুতি আদায় হলেও অনেকেই বলেছেন, আশ্বাস নতুন নয়, আমরা বাস্তবায়ন চাই।

এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসনের সরাসরি নজরদারিতে থাকবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।

এই বিভাগের আরো খবর