এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরে বৃষ্টির পানিতে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকা ও ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় পানি একই জায়গায় দীর্ঘদিন জলাবদ্ধতা হয়ে মহানগরীর বিভিন্ন জায়গায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জলাবদ্ধতা সমস্যা পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। এসময় সিটি কর্পোরেশনের অঞ্চল- ৪ এর উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
বাসন থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। এসময় উপস্থিত ছিলেন মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি মো. হাতেম, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ- সভাপতি মো. শহিদুল ইসলাম আকন্দ, বাসন থানা শ্রমিকদলের সিনিয়র সহ- সভাপতি আবু বকর সিদ্দিক, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি ইমাম সিদ্দিকী, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি মো. সুরুজ, গাছা থানা বিএনপির সাবেক সহ- সভাপতি মো. আজহারুল ইসলাম খন্দকার, গাজীপুর মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. মাফিকুর রহমান সেলিম, গাছা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলম মাষ্টার, গাজীপুর সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ- সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রিয়, ১৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, ১৪ নং ওয়ার্ড বিএনপির জহিরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ১৪নং ওয়ার্ড বিএনপির সাইফুল মোল্লা, গাজীপুর জেলা জিয়া পরিষদের সাবেক দপ্তর সম্পাদক আকবর হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ সাধারন সম্পাদক শহিদ মন্ডল, ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা রনি মন্ডল, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, জনদুর্ভোগের এই অবস্থা থেকে সাধারন জনগনকে কিভাবে মুক্ত করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি কল্পে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করলে ভালো হবে। এসময় সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমানোর পদক্ষেপ নিতে বলেন। আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান