চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে খাশের হাট জামে মসজিদে পুর্বের ইমামকে পুনরায় রাখাকে কেন্দ্র করে হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম মাস্টারকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত খাশের হাট ও চেয়ারম্যান বাজারে কয়েক দফায় এ সংঘর্ষ হয়েছে। এঘটনায় আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি নেতা শিক্ষক নুরে আলম মাস্টার।
নুরে আলম মাস্টার জানান,মাওলানা মো.আবু তাহের খাশের হাট জামে মসজিদে গতকয়েক বছর ধরে সুনামের সাথে ইমামতি করে আসছেন। এবছর মুসল্লীদের মতামতের ভিত্তিতে ওই ইমামকে পুনরায় রাখার সিদ্ধান্ত হলেও মুসল্লীদের একাংশে ইমামকে নানা কুটুক্তি মূলক সমালোচনা ও হেনস্থা করা হয়েছে। এসময় আমি বাধা দিলে মারুফ হোসেন,মিজান,সেলিম আবদুল হাইসহ আনো ১০/১২জন অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন।
চরফ্যাশন উপজেলা ও হাজারীগঞ্জ ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন নুরে আলম মাস্টারকে দেখতে আসেন।
এসময় চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন সাংবাদিকদের বলেন, হামলাকারীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এবিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিক ফোন করেও তাদের বক্তব্য জানাযায়নি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।