খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ স্মরণে ডিবেট ও ইফতার মাহফিল

মেহেদী হাসান, খুলনা :
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ স্মরণে “৭ম মাহমুদুল হাসান হৃদয় স্মৃতি কমিউনিটি ডিবেট টুর্নামেন্ট ২০২৫ ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বিতর্ক চর্চার বিকাশ এবং যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, খুলনা অঞ্চলের আয়োজনে খুলনার সোনাডাঙ্গাস্থ গাজী মেডিকেল কলেজ মিলনায়তনে ডিবেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সপ্তমবারের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও বিতার্কিকদের মিলনমেলায় পরিণত হয়।
খুলনাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিতার্কিকদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উন্মুক্ত রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেন্ট জোসেফ স্কুল এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে গাজী মেডিকেল কলেজ। স্কুল রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার আপ স্থান অর্জন করে লায়ন্স স্কুল খুলনা।
দেশের প্রথিতযশা বিতার্কিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতারের পর ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, খুলনা অঞ্চলের মডারেটর মোঃ তাকদীরুল গনী এর সভাপতিত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মানবিক ও কলা স্কুলের ডিন এবং ইংরেজি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান কবির।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ডিবেট এন্ড ক্যারিয়ার স্কুলিং প্রোগ্রাম, মহাপরিচালক ও রেক্টর লায়ন এম. আলমগীর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক তরিকুল ইসলাম তাজ এবং যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন।
বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তরুণ সমাজকে যুক্তিবাদী চিন্তাধারায় উজ্জীবিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল রেটিনা খুলনা এবং গাজী মেডিকেল কলেজ।
উল্লেখ্য, “মাহমুদুল হাসান হৃদয় কমিউনিটি ডিবেট টুর্নামেন্ট” ধারাবাহিকভাবে যুক্তিবাদী চর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। পূর্ববর্তী আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবকরা অংশগ্রহণ করেছেন এবং বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করেছেন।
আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা রেখে অতিথিরা অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর