সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ উদ্যোগে ‘সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক’ ১৬ তম ব্যাচের প্রশিক্ষণ গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
রাজধানীর নিউইস্কাটনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ মিলনায়তনে
৫ দিন ব্যাপী এ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক মো: মোখলেসুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোঃ শহিদুল ইসলাম, বক্তব্য রাখেন উপ-পরিচালক (মূল্যায়ন) রূপক রায়, সহকারী পরিচালক (মূল্যায়ন) মোঃ মোহিববুল্লাহ, যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ আর এম মামুন, স্বাধীন বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খান জামাল উদ্দিন আহমেদ, ভাবনা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, সমতা সমাজকল্যাণ সংস্থার সভাপতি শ্যামল কুমার দত্ত, মৈত্রী শিশু সদনের সদস্য ম্যাসিং ওয়াং মার্মা, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ হারুনার রশীদ।