মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ৫ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ‘মৃর্জারচর বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার (১০) একই এলাকার জাকির মুন্সির মেয়ে ও মৃর্জারচর বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যালয়ে যাবার আগে সকালে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে আমেনা ও তার বান্ধবী শ্রাবনী। পরে দুইজনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় রাস্তা দিয়ে যাবার সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করে। পরে শ্রাবনীকে জীবিত উদ্ধার করা হয়। এর ১৫ মিনিট পরে তল্লাসী চালিয়ে আমেনাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. আশিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আমেনার মৃত্যু হয়।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এই বিভাগের আরো খবর