মাদারীপুর প্রতিনিধি ॥
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জেলার শিবচরে দুটি বাসের সংঘর্ষের সময় এক সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো ১৫ জন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় বরিশালগামী আরেকটি বাস। দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, এক বাস আরেকটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কের পাশেই থামানো একটি ট্রাকের চালক সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘাতক বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে যোগ দেয়। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটিতে অন্যত্র সরিয়ে রাখা হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু ও এই ঘটনায় আহত হয় ১৫ জন।