ছাব্বিশ বছরে চ্যানেল আই

বিনোদন প্রতিবেদক: নানা কারণে আলোচিত দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। বিশেষ করে অনুষ্ঠান নির্মাণে বৈচিত্র এবং সংবাদ উপস্থাপনায় নানাবিধ পরিক্ষা নীরিক্ষার কারণে দেশব্যাপী প্রশংসিত চ্যানেলটি। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পদার্পন করল। ১ অক্টোবর মঙ্গলবার চ্যানেল আইয়ের জন্মদিন। এবারের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান থাকবে না। তবে চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকবে বিভিন্ন অনুষ্ঠান। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবারের সদস্যদের একদিনের বেতন প্রদান করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। চ্যানেল আই বছর জুড়ে নানান অনুষ্ঠান প্রচার করে থাকে। শাইখ সিরাজের উপস্থাপনা এবং পরিচালনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’, মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা এবং পরিচালনায় ‘প্রকৃতি ও জীবন’। জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’, ‘তারকা কথন’, ‘টু দ্যা পয়েন্ট’, ‘হোয়াট এ শো’ প্রভৃতি । এ ছাড়াও নিয়মিত প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক টেলিফিল্ম, চলচ্চিত্র সহ নানা ধরণের বিনোদনধর্মী অনুষ্ঠান।

এই বিভাগের আরো খবর