আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা,ছয় লক্ষ টাকা ছিনতাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লাকে কুপিয়ে হত্যা করে ছয় লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জানাগেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারের বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লা (২৫) বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে আসছিল। ওই সময় বাড়ীর সামনে ধারালে অন্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে নেয়। পরে তাকে ধান খেতে ফেলে রেখে যায়। ছেলের বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় মা রাহিমা বেগম তাকে খুঁজতে থাকে। পরে ধান খেতে মোবাইলের আলো দেখে মা ও তার মামাতো ভাই সাইদুল ঘটনাস্থলে যায়। পরে তারা তাকে রক্তাক্তাবস্থায় দেখতে পায়। স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

শুক্রবার দুপুরে নিহত আবুল কাসেমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে এ হত্যাকান্ডের ঘটনার বিচার দাবীতে শুক্রবার বিকেলে কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। নিহত আবুল কাসেম কলাগাছিয়া এলাকার নুর উদ্দিন মোল্লার ছেলে।

নিহত আবুল কাসেমের মামাতো ভাই সাইদুল ইসলাম বলেন, আমার ভাই আবুল কাসেম গতকাল পটুয়াখালী ব্যাংক থেকে ছয় লক্ষ টাকা উত্তোলন করেছেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ওই টাকা নিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়েছে।

নিহতের মা রাহিমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর পোলাডারে সন্ত্রাসীরা কোপাইয়া হত্যা হরছে । মুই এইয়ার বিচার চাই।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর