কালীগঞ্জে রেললাইন কেটেছে দুর্বৃত্তরা

এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরের ঢাকা- নরসিংদী রেল রুটের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় রেল রুটের কিছু অংশ কেটে ফেলায় রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সকাল ৭টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত রেল রুটে সকল প্রকার রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামতের পরে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় আড়িখোলা স্টেশনের পাশে রেল লাইনের এ ঘটনা ঘটেছে। আাড়িখোলা স্টেশন মাস্টার দিলিপ চন্দ্র দাস এ তথ্য জানান। তিনি আরও বলেন, ঢাকা নরসিংদী রুটে এখন রেল চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি আরও বলেন, রেল স্টেশন অফিসার আরমান হোসেন ঘটনাস্থলে রয়েছেন। ট্রেনের যাত্রীরা বলেন, আজ সকালে কালীগঞ্জ তুমিলিয়া মিশন কাজীপাড়া সংলগ্ন এলাকায় রেল লাইন কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। এতে ঢাকা অভিমূখী ঢাকা মেইল, তিতাস সহ অন্যান্য সকল ট্রেন চলাচল অচল হয়ে পড়ে। স্থানীয়দের বরাদে জানা যায়, ঢাকাগামী ট্রেনটি আড়িখোলার কাছে আসলে রেল রুটে শতাধিক মানুষকে দাড়িয়ে রেল থামানোর জন্য চিতকার করে। এতে চালক রেল গাড়ীটি থামায়। বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলো ঢাকাগামী ঢাকা মেইলের হাজারো যাত্রী। কালীগঞ্জের আড়িখোলায় রেল লাইনের পাত ভেঙ্গে গেছে। এলাকাবাসী সিগ্নাল দিয়ে ট্রেন থামিয়ে দেয়। পরে সংস্কার কাজ করে রেল চলাচল স্বাভাবিক হয়। টংগী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, রেল লাইন ভেঙে যাওয়ায় সমস্যা হয়েছিলো। কিভাবে ভেংগে গেছে তা জানা যানি।

এই বিভাগের আরো খবর