গাজীপুরে কারখানা ভাংচুরের অভিযোগে ৬ জনকে আটক

এম এইচ শাহীন, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানার শ্রমিকরা সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ শুরু করেছে। এসময় শ্রমিকরা আধা ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে ও কারখানা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সোনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬ জনকে আটক করে যৌথবাহিনি। আটকৃতরা হলেন— খোকন মিয়া, সোহাগ মিয়া, নাজমুল মিয়া, উজ্জল হোসেন, শাকিল আহাম্মেদ ও মোবারক হোসেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এছাড়া কালিয়াকৈর উপজেলার পৃথক স্থানে অবস্থিত তিনটি কারখানা অনির্দিস্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। বন্ধ কারখানাগুলো হলো: উপজেলার সফিপুর বাজার এলাকার মাহমুদ ডেনিম, বক্তারপুর এলাকার ইকু নীট (সামহার) ও কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানা। গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষনারপরও কিছু উশৃঙ্খল শ্রমিক কারখানার ভিতরে জোড়পূর্বক প্রবেশ করায় সেনাবাহিনীর সদস্যরা কয়েকজনকে আটক করেছে। শ্রমিকরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ জানান, কালিয়াকৈর থেকে সেনাবাহিনী ৪ জনকে আটক করেছেন বলে জানতে পেরেছি। আরও আটক থাকতে পারে তারা অনন্য যায়গায়ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী শ্রমিকদের ধরার চেষ্টা করছেন।

এই বিভাগের আরো খবর