বিএনপি বৈষম্য মুক্ত রাজনীতি করে: হাফিজ ইব্রাহিম

মো:মামুনুর রশীদ মামুন, ভোলা: 
 বিএনপি  বৈষম্য মুক্ত রাজনীতি করে। আপনাদের নিকট আমার আবেদন অতি উৎসাহিত হয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। তা হলে দলের বদনাম হলে ছাড় পাবেন না। ছাত্র জনতার এই স্বাধীনতা সুফল ধরে রাখতে  হবে।
 আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা ১৭ বছরে যত নিরীহ লোকের জমি-জমা, সম্পদ জোর করে দখল করছেন এখন তাদের কাছে গিয়ে মাফ চেয়ে,দখলকৃত সম্পদ ছেড়ে দিন। সবাই  সহাবস্থানে ভোলা -২, দৌলতখান, বোরহান উদ্দিন  বসবাস করুন।
তিনি আর ও বলেন, পরাজিত ব্যাক্তিরা জয়ীর কাছে নিরাপদ থাকাটাই মানবতা যা আমার  দল বিএনপির বৈশিষ্ট্য।
ভোলা -২ আসনের সাবেক সাংসদ ও উন্নয়নের রূপকার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ  ইব্রাহিম  ভোলার -২ আসনে প্রায় ৭ দিন রাত  পথে প্রান্তরে,পথ সভা, আঞ্চলিক অফিস, উপজেলা বিএনপির অফিসে অবস্থান কল্পে একথা গুলো বলেন ।
 এ ছাড়া ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার কবর ও দীর্ঘ ১৭ বছরের যে সকল নেতা-কর্মীরা মৃত্যু বরন করেছেন তাদের কবর জিয়ারত করেন। তাদের পরিবারবর্গ খোঁজ খবর নেন।
তাহার এই উপস্থিতি নেতা-কর্মীরা খুব উৎফুল্ল। দীর্ঘ ১৭ বছর পর জনগণ  প্রাণপ্রিয়  নেতাকে কাছে পেয়ে  খুব উজ্জীবিত। এই সময় দৌলতখান -বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন ত্যাগী নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
এই বিভাগের আরো খবর