দীপার অতিথি বিউটি-সাদিয়া লিজা

বিনোদন প্রতিবেদক: প্রায় তিন বছর যাবত নাগরিক টিভিতে প্রচার চলতি রান্না বিষয়ক অনুষ্ঠান ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী দীপা খন্দকার। কিছুদিন আগেই তিনি পরপর নতুন দু’টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। তবে আপাতত দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বিধায় কোনো নাটক বা সিনেমার কাজ হচ্ছেনা। যে কারণে দীপাও আপাতত পরিবারকেই সময় দিচ্ছেন আর দেশের এই চলমান দুর্যোগ যেন দ্রুত সেরে উঠে সেজন্য আল্লাহর কাছে প্রতি মুহুর্তে প্রার্থনাও করছেন। তবে ‘নাগরিক’ টিভিতে প্রচার চলতি রান্না বিষয়ক অনুষ্ঠানটির নিয়মিত উপস্থাপনা করছেন। এরইমধ্যে এই অনুষ্ঠানে তার নিমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন লালন কন্যা’খ্যাত সঙ্গীতশিল্পী নাসরিন আক্তার বিউটি ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাদিয়া লিজা। দীপা খন্দকার বলেন,‘ বিউটিকে আমি আগে থেকেই চিনতাম, জানতাম। তার কন্ঠের গানও আমার খুব ভালোলাগে। তবে সাদিয়া লিজার সঙ্গে আমার শুটিংয়ের দিনই প্রথম পরিচয়। মেয়েটা দেখতে বেশ মিষ্টি। বেশ বিনয়ীও বটে। দু’জনের সঙ্গেই আড্ডা দিয়ে ভালোলাগলো। আর গানের শিল্পীদের সঙ্গে এই ধরনের অনুষ্ঠানে শুটিং করার বাড়তি সুবিধা হলো গানও শোনা যায়। অভিনয়ের দুনিয়া সম্পর্কে আমার মোটামুটি বেশ ভালো ধারণা আছে। গানের শিল্পীরা অনুষ্ঠানে এলে গান সম্পর্কে বা গানের ভুবন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বিউটি ও সাদিয়া লিজার সঙ্গে আড্ডা দিয়ে ভালোলাগলো। আশা করছি তাদের পর্ব দর্শকেরও ভালোলাগবে। বিউটি বলেন,দীপা আপুর অভিনয়ের ভক্ত আমি সেই ছোটবেলা থেকেই। কী সুন্দর অভিনয় করেন তিনি। তার উপস্থাপনাও এতো চমৎকার, ভাবাই যায়না। যতোক্ষণ ছিলাম তার সঙ্গে মনে হচ্ছিলো যেন অতি আপনজন কারো সঙ্গেই ছিলাম। সাদিয়া লিজা বলেন,‘ অনুষ্ঠানে আমাকে যে রেসেপি রান্না করতে বলা হয়েছিলো তা আমার জানা ছিলো বিধায় আমার জন্য সহজ ছিলো। দীপা আপুর আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। একজন ভীষণ বিনয়ী শিল্পী তিনি। আর গতকাল আমার ‘ভালোবাসা নয়নের নেশা’ গানটি প্রকাশ পেয়েছে। সবাইকে শোনার অনুরোধ রইলো।’ দীপা খন্দকার জানান এর আগে তিনি আরটিভি, একুশে টিভি, চ্যানেলে টুয়েন্টি ফোর-এর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। আপাতত ‘নাগরিক’ টিভির এই অনুষ্ঠানেরই উপস্থাপনা করছেন তিনি।

এই বিভাগের আরো খবর