খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে: সেনা প্রধান

মেহেদী হাসানন, খুলনা :
দেশে যে সমস্ত জায়গায় লুটপাট হচ্ছে সেই সমস্ত জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনী ঠিকভাবে কাজ শুরু করলে আমরা সেনানিবাসে ফেরত যাব বলে মন্তব্য করেছেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, ‘পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব।’
সোমবার (১২ আগস্ট) বিকালে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনা বাহিনীর অস্থায়ী ক্যাম্পে সৈনিকদের ব্রিফ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘পুলিশকে আরও সংঘটিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের পরিস্থিতি খুব স্বাভাবিক। স্বাভাবিক সময় যে পরিমাণ অপরাধ হয়, এখন সেটাও হচ্ছে না।’

থানার কার্যক্রম শুরু ব্যাপারে তিনি বলেন, ‘সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫% এর উপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫% এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।’
সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে করে তিনি বলেন, ‘সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে পলিটিক্যাল কারণে।’

এই বিভাগের আরো খবর