বিনোদন প্রতিবেদক: পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে ছাত্র হত্যার প্রতিবাদে সমাবেশ করতে পারেনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তাদের ভাষায় সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়ন, নির্বিচারে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ, হত্যার প্রতিবাদে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হওয়ার কথা ছিল। পরে, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে অবস্থান নিয়ে অনানুষ্ঠানিকভাবে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন উদীচীর নেতা-কর্মীরা। এজন্য শব্দযন্ত্রের গাড়িও সেখানে উপস্থিত হয়। কিন্তু তাদেরকে প্রেসক্লাব এলাকা থেকে ফিরিয়ে দেয়া হয়। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কজুড়েই অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া, উদীচীর নেতা-কর্মীসহ কোন মানুষকেই ওই চত্বরে যেতে দেয়া হয়নি। এজন্যই সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করে উদীচী। পরে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে ফুটপাতে অবস্থান নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
পরে পোষ্ট
এই বিভাগের আরো খবর