রামপুরায় বিটিভি ভবনে হামলা, গাড়ি ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক

সঠিক তথ্য না প্রচার করা ও সরকারের পক্ষে নিউজ করার অভিযোগ তুলে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে উত্তেজিত কোটা আন্দোলনকারীরা হামলা চালান।

সরকার চাইলে আলোচনা আগেই করতে পারত: সারজিস আলম
বিটিভির একজন সংবাদকর্মী জানান, হঠাৎ করে কোটা আন্দোলনকারীরা। ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেয়া হয়। এখনও আন্দোলনকারীরা বিটিভির ভেতরে অবস্থান করছেন।

এর আগে সকাল থেকে রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালের দিকে রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দেয়া হয়।

সময়েরচিত্র/এম

এই বিভাগের আরো খবর