ক্যাম্পাসের শান্তি রক্ষায় সকল ব্যবস্থাই নেয়া হয়েছে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলছেন, ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমরা সকল ব্যবস্থাই রাখছি। শিক্ষার্থীরা যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেজন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নাই। তবুও আমরা আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছি। জরুরি প্রভোস্ট কমিটির মিটিং ডেকেছি। সব প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা হলে অবস্থান করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হুমকির মুখোমুখি না হয়, কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে এবং কারও ওপর যাতে হামলার ঘটনা না ঘটে। তার জন্য সব ধরনের নির্দেশনা রয়েছে।

 

বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে মাকসুদ কামাল বলেন, আমরা বলে দিয়েছি কোনো বহিরাগত যাতে ক্যাম্পাসে এবং হলে প্রবেশ না করে। কেউ যদি প্রবেশ করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সেটাও আমরা প্রভোস্ট কমিটির সভায় বলে দিয়েছি।

 

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমাদের হাতে সবকিছু নেই। আমরা চাইলেও সব কিছু করা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতে। তাদের নিরাপত্তার জন্য সন্ধ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে সোমবার বিকেলে প্রভোস্ট কমিটির এক জরুরি সভা উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল/হোস্টেলসমূহের প্রাধ্যক্ষ/ওয়ার্ডেনবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর