আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলের ভবন ধসে শিক্ষার্থীসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ৩০ জন।
স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ক্লাস চলাকালে দুই তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নিচে ১৫৪ জন আটকা পড়লেও, তাদের মধ্যে ১৩২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, প্লাটিউ রাজ্যের রাজধানীতে অবস্থিত সেইন্ট অ্যাকাডেমি নামের ওই স্কুলের ভবন ধসে পড়লে চাপা পড়ে শিক্ষার্থীরা। শনিবার কর্তৃপক্ষ জানায়, স্কুলটি ছিল বুসা বুজি সম্প্রদায়ের। স্কুলের শিক্ষার্থীদের বেশিরভাগের বয়স ১৫ বছর বা তার কম।
পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, আহত ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কুলভবন ধসের জন্য দুর্বল অবকাঠামো ও নদীর তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে রাজ্য সরকার। এ ধরনের সমস্যায় থাকা স্কুলগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবন ধসে পড়ার ঘটনা খুবই সাধারণ। গত দুই বছরে এক ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে।