নেদারল্যান্ডসের বিপক্ষে

২৫ রানের দারুণ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক:
সাকিব আল হাসানের ফিফটি ও মাহমুদউল্লাহ, তানজিদ হাসান তামিমের ব্যাটে ১৫৯ চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল বাংলাদেশ। তবে নেদারল্যান্ডসও জবাব দিচ্ছিল চোখে চোখ রেখে। একটা সময় বাংলাদেশের জয় নিয়ে শঙ্কাই তৈরি হয়েছিল। ১৫তম ওভারে রিশাদ হোসেন ঘুড়িয়ে দিলেন ম্যাচের মোর।

এক বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের দিকে ম্যাচ হেলে দিয়েছেন। পরের ওভারে আরও একটা উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে খাদের কিনারায় ফেলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার। শেষ দিকে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাবই দিতে পারেনি নেদারল্যান্ডস। সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ ২৫ রানের দারুণ একটা জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে বিশ্বকাপের সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে জিতলে সরাসরি সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ। খর্বশক্তির নেপালের বিপক্ষে হারলেও সুযোগ থাকবে নাজমুল হোসেন শান্তদের। সেক্ষেত্রে বাংলাদেশকে নেপালের বিপক্ষে হারতে হবে বিশাল ব্যবধানে অপর দিকে শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারাতে হবে নেদারল্যান্ডসের। দুটোই অনেক ‘কঠিন’।

এই বিভাগের আরো খবর