নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে চারিগ্রাম বাজারের স্বর্ণকার পট্টিতে সিংগাইর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান।
চারিগ্রাম বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে সহকারি পুলিশ কমিশনার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান তার বক্তব্যে বলেন, আপনারা যখনই মূল্যবান কোন কিছু বহন করে নিয়ে যাবেন সেটা বৈধ ডকুমেন্টসহ আমাদের সাহায্য নিন। আমরা আপনাদের সাহায্য করতে প্রস্তুত। আপনারা যে কোন বিপদে পড়লে বা যে কোন সহযোগিতার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
এছাড়া রাত্রি কালীন সময়ে বাজার মনিটরিং করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ছোট ছোট মনিটরিং কমিটি করার প্রস্তাব দেন তিনি।
ওসি জিয়ারুল ইসলাম বলেন, এমন কোন সপ্তাহ নেই যে তিনি চারিগ্রামের রাস্তা দিয়ে যান না। তিনি সবসময় চারিগ্রাম বাজারের স্বর্ণপট্টির খোঁজখবর রাখেন।
কয়েকদিন পূর্বের স্বর্ণ ডাকাতির ঘটনা তুলে ধরে তিনি বলেন, কোন রকমের নিরাপত্তার কথা চিন্তা না করে একজন লোক, একজন সাধারণ ব্যবসায়ী ৯৫ ভরি স্বর্ণ নিয়ে, সাধারণ একটি সিএনজি করে কিভাবে সেই জয়পাড়া থেকে জামসা বা চারিগ্রাম এর উদ্দেশ্যে আসতে পারেন?
তিনি বলেন, কোটি টাকার সম্পদ অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন বা ব্যাংকের টাকা জমা দেওয়ার সময় আপনারা যদি পুলিশকে জানান তাহলে পুলিশ আপনাদের গার্ড দিতে বা সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। সরকার আমাদের গাড়ি দিয়েছে, সরকার আমাদের অস্ত্র দিয়েছে আপনাদের সম্পত্তি রক্ষা করার জন্য। আপনাদের নিরাপত্তার ব্যাপারটা আমরাই নজরে রাখবো জাস্ট আমাদেরকে একটু নলেজে দিয়ে রাখবেন।
চারিগ্রাম বাজার জুয়েলার্স মালিক সমিতি সভাপতি ফরিদ হোসেনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, চারিগ্রাম বিট অফিসার এসআই লিবাস চক্রবর্তী, এসআই মনোহর আলি, এসআই মাসুদুর রহমান ও চারিগ্রাম বাজার জুয়েলার্স মালিক সমিতি সাধারণ সম্পাদক মনির শিকদার।
এছাড়া চারিগ্রাম বাজার জুয়েলার্স মালিক সমিতি অন্যান্য সদস্যবৃন্দ ও চারিগ্রাম বাজারের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীগণ সহ সাধারণ জনতা সভায় অংশগ্রহণ করেন।
সময়েরচিত্র/জ