বিনোদন প্রতিবেদক: গত বছরের একদম ঠিক স্টেজ মৌসুমে সঙ্গীত প্রেমী শ্রোতা দর্শক লিজার শূণ্যতাটা অনেকটুকুই অনুভব করেছিলেন। কারণ যখন পুরোপুরি স্টেজ মৌসুম চলছিলো, সেই সময়ে লিজা স্বামীর সঙ্গে আমেরিকায় ছিলেন। সেখানে তার প্রথম সন্তান মেয়ে ইয়াশার জন্ম হয় ১৯ মার্চ। জন্মসূত্রে ইয়াশা আমেরিকার নাগরিক। সেই সময়টাতে অনেকের কাছে বিষয়টা স্পষ্ট ছিলো না যে লিজা দেশে আছেন না কী দেশের বাইরে আছেন। তার কাছে আসা স্টেজ শো’গুলো সব ছেড়ে দিতে হয়। যদিও বা বিষয়টি একজন শিল্পীর জন্য অনেক কষ্টের কিন্তু যেহেতু লিজা আমেরিকা ছিলেন এবং মা হয়েছেন, তাই বিষয়টি তিনি স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছিলেন। তবে যেহেতু এরইমধ্যে তিনি দেশে ফিরেছেন ইয়াশাকে নিয়ে তাই পরিকল্পনা আছে স্টেজ শো’তে ফেরার। এরইমধ্যে চলতি মাস’সহ আগামী মাস, ঈদের আগে ও পরের জন্য স্টেজ শো’তে গান গাওয়ার জন্য প্রস্তাব এসেছে লিজার কাছে। কিন্তু তার মেয়ে এতো ছোট্ট যে তাকে আপাতত বাসায় রেখে শো করার সম্ভব নয়। তবে আপাতত স্টেজ শো’তে না ফিরলেও নতুন মৌলিক গান শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘তুমি এলে’। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। লিজা জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তেই গানটি প্রকাশ পাবে। লিজা বলেন,‘ তুমি এলে গানটি একটি রোমান্টিক গান। গানের কথা ও সুর আমার ভীষণ ভালোলাগার। ইচ্ছে আছে শিগগিরই গানটির ভিডিও করে প্রকাশ করার। এখনতো আবহাওয়াটাও অনুকুলে নয়। সবকিছু ঠিকঠাক হোক, তারপর গানটি দ্রুত প্রকাশ করবো। আর স্টেজ শো’তে ফেরার চাপ রয়েছে অনেক। কিন্তু আমার মেয়ের কথা ভেবে আপাতত স্টেজ শো’তে ফেরা হচ্ছেনা। তবে স্টেজ মৌসুমে আমার ভক্ত শ্রোতারা আমাকে স্টেজ মৌসুমে পাবেন। ধরা যাক আগস্টের শেষপ্রান্তে এবং পুরোদমে সেপ্টেম্বর থেকে। এরইমধ্যে আশা করছি নিজেকে গুর্ছিয়ে তুলতে পারবো। সত্যি বলতে কী আপাতত আমার পুরোটা সময়ই কাটছে আইশা’কে নিয়ে। আমার আম্মা আমাকে ভীষণ সহযোগিতা করছেন। তার নাতনীর প্রতি তার ভালোবাসাটা অসীম। আব্বা, শুভতো আছেই। এমন একটি পরিবারের জন্ম নেয়াটাও পরম সৌভাগ্যের।’ উল্লেখ্য, গত বছর লিজা’র মাকে ‘আলী-রূপা ফাউ-েশন’র উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর আয়োজনে ‘মা পদক ২০২৩’-এ ভূষিত করা হয়। এরইমধ্যে লিজা সারিকার উপস্থাপনায় বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানে অংশগ্রহনও করেছেন।
আগের পোএ্ট
এই বিভাগের আরো খবর