মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষক ও ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় হিটস্ট্রোকে এক ব্যবসায়ী ও এক কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৫৮)। মৃত শাহাদাৎ সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে এবং মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার সকালে কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল এলাকার একটি প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির বাইরে তাকে বের করা হলে কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন। এরপর ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অপরদিকে বাড়ির পাশে পাটের ক্ষেতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। এসময় দাবদাহে হিটস্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের। দুপুরে পরিবারের লোকজন জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার করেন।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘হিটস্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।’ এদিকে তীব্র গরমে সবাইকে ছায়ায় থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান।

এই বিভাগের আরো খবর