
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী: নীলফামারীতে উগ্রবাদ,জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক, ছাত্র-ছাত্রী,গণমাধ্
বুধবার টে
বিশেষ অতিথি ছিলেন,নীলফামারী সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ওহিদুল হক,পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মফিজুর ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটিটিসি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম বিপিএম।
তিনি বলেন,উগ্রবাদ ও জঙ্গীবাদ নির্মূলে অভিভাবকদের ছেলে মেয়ের গতিবিধি ও ইন্টারনেট ব্যবহারের প্রতি খেয়াল রাখা,সঠিক ধর্মীয় শিক্ষা প্রদান,ছেলে-মেয়েদের খেলা-ধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা।জেলার কোথাও কোন জঙ্গীবাদ বা উগ্রবাদ জাতীয় কোন বিষয় সম্পর্কে অবগত হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে অবহিত করতে হবে।
প্রধান অতিথি প্রফেসর মোঃ দিদারুল ইসলাম উগ্রবাদ,জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন।উগ্রবাদ জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।এ ধরনের সচেতনতা মূলক সেমিনার প্রতিটি স্কুল,কলেজে আয়োজন করার আহ্বান জানান।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক ও অনলাইন পোর্টালের গণমাধ্যমকর্মীরা,শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অনেকেই উপস্থিত ছিলেন।